লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় অন্ত:সত্ত্বা নারীসহ আহত ৪

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ২১:১২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্বা মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল উত্তরপাড়ায় ৮২ শতক জমি নিয়ে জিন্নাহ শেখ ও  জাহান শেখের সাথে একই গ্রামের সাঈদ শেখ ও আকবর শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্হানীয় থানা পুলিশ এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির মীমাংসা করা হয়। কিন্তু জিন্নাহ শেখ ও জাহান শেখ সমর্থিত লোকজন এ মীমাংসা মেনে না নেওয়ায় দ্বন্দ্ব বাড়তে থাকে।  সোমবার (২১ এপ্রিল) সাঈদ শেখের ছেলে রুবেল শেখ তাদের জমিতে একটি নতুন টিনের ঘর নির্মাণ করাকে কেন্দ্র উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। 

এর জের ধরে বিকাল সাড়ে ৩ টার দিকে জিন্নাহ শেখের নেতৃত্বে জাহান শেখ, ফারুক শেখ ও আনিস শেখসহ ৮/১০ জনের একদল দূর্বৃত্ত রামদা,ছ্যানদা, লোহার রড,লাঠিসোটা  নিয়ে সাঈদ শেখ সমর্থিত লোকজনদের ওপর হামলা চালিয়ে ছয় মাসের অন্ত: সত্বা মহিলাসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন, আজিবর শেখের ছেলে আজমল শেখ (৩১), আজিবর শেখের মেয়ে কলেজ শিক্ষার্থী আমেনা খানম (১৯), এনামুল শেখের মেয়ে ইয়াসমিন বেগম (৩০)  ও  শহীদুল শেখের স্ত্রী ৬ মাসের অন্ত: সত্বা  সাগরিকা বেগম (২৭)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো: আজমল শেখ (৩১) অভিযোগ করে বলেন,  'সেনাবাহিনীর তত্বাবধানে স্হানীয় পুলিশ প্রশাসন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির বিরোধ মীমাংসা করা হলেও জিন্নাহ শেখ সমর্থিত লোকজন আজ বিকালে অন্যায় ভাবে আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আমরা সৃষ্ট ঘটনার বিচার চাই'। 

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।