ছাত্রদলের কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ২১:৩৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ২২:০২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবিতে দেশ ব্যাপী বিক্ষোভ কর্মসূচী দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ঈশ্বরদী সরকারী কলেজে সকাল ১০ ঘটিকায় সেই কর্মসূচী পালন করতে গিয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বাধার সম্মূখীন হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবিতে সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও আমরা কেন্দ্র ঘোষিত আয়োজনের অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করি। সেই কর্মসূচিকে নষ্যাৎ করতে ঈশ্বরদীর কতিপয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী পথভ্রষ্টরা একত্রিত হয়ে পাল্টা কর্মসূচী দেয়। অবস্থা বেগতিক দেখে কলেজ প্রশাসন আইন শৃঙ্খলা বাহীনির সহযোগীতা চাইলে ক্যাম্পাসে ডিবি ও পুলিশও র‌্যাব অবস্থান নেয়। 

আইন শৃঙ্খলা বাহীনির সহযোগীতায় ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে পাল্টা কর্মসূচীর নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী পথভ্রষ্ট চাঁদাবাজ ও চিন্হিত সন্ত্রাসীরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রিয়নেতা হাবিবুর রহমান হাবিব, মেয়র মো: মোকলেছুর রহমান বাবলু এবং পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ভাইয়ের নামে নানা কুরুচিপূর্ণ এবং উষ্কানি মূলক স্লোগান দেয়। যা শোনার পরও ছাত্রদলের শতশত নেতাকর্মীরা ধৈর‌্যধারন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এভাবে প্রায় ২ ঘন্টা ব্যাপী চলার পর কোন প্রকার অঘটন ছাড়াই আয়োজন সমাপ্ত করে সবাই ক্যাম্পাস ত্যাগকরে চলে গেলে কতিপয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী পথভ্রষ্টরা একত্রিত হয়ে নিজেরা গন্ডগোলে জরিয়ে ছাত্রদলের কর্মীদের উপর দোষ চাপান । যা আমার দৃষ্টি গোচর হয়েছে আমি এই অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।