ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন আটক

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৬

বাগেরহাট প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল সোমবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিওপি হতে চার কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বকচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতগামী অবস্থায় নারী ও শিশুসহ ১২ জনকে আটক করা হয়।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ রাত পৌনে ১২টার দিকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান। 

তিনি বলেন, আটকদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, নগদ ৫০০ ভারতীয় রুপি এবং ২৪০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন— বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), তার ছেলে মো. রাজ সিকদার (১৪) এবং মেয়ে ইশা মনি (৩)। একই গ্রামের রহিদুর রহমানের মেয়ে সোহানা (৭)। নাটোর জেলার লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো. শামীম আহমেদ (৪০) এবং একই জেলার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মলিকের মেয়ে নীলা মলিক (৩২)।

এর আগে, একই দিন দুপুর আনুমানিক ২টায় বিজিবির আরবিজি কোম্পানীর অধীনস্থ বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বকচর এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। 

এতে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আরও ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটকরা হলেন— খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজীব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকী বৈরাগী (২৬) এবং ছেলে দেবরাজ সরকার (৮)। একই জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের পনেন্দু সানার ছেলে শচীন সানা (১৮)। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মো. রহিম উদ্দিন মিয়ার মেয়ে রুমি (১৮) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জরিপেরচর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছা. সুইটি ইসলাম (২২)।