কেন্দ্রীয় কৃষক লীগের নেতা নুরে আলম গ্রেপ্তার
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১৩:৩১

কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছন।
মিরপুর মডেল থানার সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক তিনি, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বথুমদিয়া সরদার বাড়ির ছেলে তিনি।
যাযাদি/ এসএম