রাজিবপুরে মাদকসেবীকে কারাদণ্ড
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৩:০১

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম গাঁজাসহ ১ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত রাজিবপুর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। এসময় উপস্থিত ছিলেন, রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
অভিযানে বালিয়ামারী বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে মোজাহিদ(৩০) নামের এক ব্যক্তিকে ৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর মেহন্দা গ্রামের জালাল মিয়ার ছেলে।
ইউএনও ফজলে এলাহী জানান, মোজাহিদ কয়েক মাস ধরে বালিয়ামারী বাজারে একটি ভাড়া দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। তার দোকানের পাশেই থাকা জায়গায় কাঁথার নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগেও আরও ২জন মাদক সেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযানে এখন পর্যন্তও কোন মাদক ব্যবসায়ী ধরা পরেনি।