আখাউড়ায় ইয়াবাসহ ২ কারবারী আটক
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ২৪ ঘন্টায় পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের এমরান ভূইয়া (২৮) ও একই ইউনিয়নের মিনারকুট গ্রামের সোলাইমান (৩৮)। আটককৃতদেরকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানা সূত্রে জানা গেছে, এস আই মোঃ জহিরুল হকের নেতৃতে সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম বৃহস্পতিবার সন্ধ্যায় মনিয়ন্দ ইউপির তুলাইশিমুল এলাকায় রাস্তার উপর থেকে মোঃ এমরান ভূঁইয়াকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পুলিশের আরেকটি অভিযানে, এস.আই মোঃ জহিরুল হক ও এ.এস.আই মোঃ ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স মিনারকোট নতুনবাজার রোডে মাসুদ মিয়ার পুকুরের পাড় থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সোলায়মান মিয়াকে আটক করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।