রাজস্থলীতে পলাতক আসামি গ্রেপ্তার 

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৭

রাজস্থলী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী থানা পুলিশ সি আর মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় রাজস্থলী থানার এসআই কল্যাণ ত্রিপুরার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানাভুক্ত ১ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি হল উনুমং মারমা (৪০) তাকে বিমাছড়া পাড়া হতে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামি উনুমং মারমা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার  ২নং গাইন্দ্যা  ইউনিয়নের বিমাছড়া এলাকার মৃত ক্যাচিংপ্রু মারমার ছেলে তারা ঐ এলাকায়  বসবাস করে। 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, উনুমং মারমা সি আর মামলার পলাতক পরোয়ানাভুক্ত আসামি। তাকে আটক করে নিয়মিত মামলা করে  রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এসএম