কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩০

কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম,কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী,কচুয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী বিদুৎ কুমার দাস, আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল,কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ,মহিলা বিষয়ক মনোয়ারা বেগম,সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবগণ।
এদিন আইনশৃঙ্খলা সভায় মাদক,দূর্নীতি,বাজার মনিটরিং,জিরোপয়েন্টে জ্যাম সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়েছে।
যাযাদি/ এসএম