ধামইরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর ধামইরহাটে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায়  দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যালএইড আছে পাশে, কোন  চিন্তা  নাই, এই প্রতিপাদ্য সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইন গত সহতায় দিবস/২০২৫ উদযাপন উপলক্ষে এক রালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার( ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মনছুর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার্স রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পৌর সভার প্রকৌশলী কর্মকর্তা সজল কুমার মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার  সহ সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। 

যাযাদি/ এসএম