শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি চাল বিক্রি উদ্বোধন
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

জেলার নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাও ইউনিয়নের আমবাগান বাজারে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মেসার্স্ আল্লাহর দান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো:মারফত আলী শেখ ডিলারের মাধ্যমে ৬৪৫ জন দুঃস্থদের মাঝে সারাদিন ব্যাপী ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়।
এসময় ডিলার মারফত আলী জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫টাকা কেজি চাল ৬৪৫জন কার্ডধারীদের মাঝে বিতরণ করছি। কোন সমস্য হলে ইউএনও মহোদয়কে জানানোর অনুরোধ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, দরিদ্র ও হতদরিদ্র পরিবারেরা যেন অল্প অর্থে খাদ্য কিনতে পারেন সে জন্য সরকার ভর্তুকি দিয়ে এই চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেই দিকে নজরদারি করা হচ্ছে।