ছেলেকে হত্যা করে থানায় হাজির বাবা

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৩:১২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ১৩:১৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে নিজ সন্তানকে হত্যার পর থানায় এসে তা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন ওই বাবা ।

মোহাম্মদ (৭০) আলী শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের  নানাইয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। বৃদ্ধের দেওয়া তথ্য মতে পুলিশ তার বাড়ির মেঝে থেকে ছেলে মো. আনোয়ার হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,' বুধবার সকাল ৮ টার দিকে ওই বৃদ্ধ থানার কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে উপস্থিত হন। তিনি সেখানে এসে জানান, নিজ হাতে তার ছেলেকে হত্যা করেছেন তিনি। পরে পুলিশ স্থানীয় ভাবে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়। 

পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন দুই দফা বিদেশে চাকরি করেছেন। প্রথমবার চার বছর সৌদি আরবে ছিলেন। পরবর্তীতে আরও দুই বছরের জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে গত ২০২৪ সালের মার্চ মাসে দেশে ফিরেন। এরপর তিনি নেশায় আসক্ত হয়ে যান। নেশার টাকার জন্য আনোয়ার হোসেন বাবা, মা ও বোনকে মারধর করতেন। 

আনোয়ার হোসেনের মামা আব্দুল জলিল বলেন,' প্রায়ই আনোয়ার হোসেন তার বাবাকে নেশার টাকা দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা না দিলে মারধর করতেন তিনি। এসব বিষয়ে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আনোয়ার হোসেন কে বোঝানো হয়। কিন্তু তিনি দিনকে দিন আরও বেশি আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য বাবা তার জমি বিক্রি করতেও বাধ্য হয়েছেন।' 

তার আরেক স্বজন শরিফুল ইসলাম বলেন, সকাল বেলা তারা জানতে পারেন আনোয়ার হোসেন খুন হয়েছে। আরো জানতে পারেন যে তার বাবা থানায় গিয়ে ছেলের খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে ধরা দিয়েছেন। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদুল্লাহ বলেন,'সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বিস্তারিত জানতে পারি। সত্যি দুঃখজনক। একজন জন্মদাতা পিতা কতোটা নিরুপায় হলে তার সন্তানকে হত্যা করতে পারে।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'বুধবারের ভোর রাতের দিকে ওই বৃদ্ধ দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছে। সকালে থানায় এসে  স্বীকার তা করেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করেছি। আত্মসমর্পণ করা আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।'

যাযদি/ এসএম