মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩৪

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, মেডিক্যাল অফিসার রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ,
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।