বাউফলে বিএনপির সভাপতির ড্রেজার দিয়ে কাজ না করায় ভাংচুর

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৪৪

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধার ড্রেজার দিয়ে বালু না ফেলে অন্যজনের ড্রেজার দিয়ে বালু ফেলায় ভাংচুর ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বগা ইউনিয়নের কায়না গ্রামে এ ঘটনা ঘটে। 


অভিযোগ সূত্রে জানা যায়, কায়না গ্রামের নিজাম উদ্দিন মৃধার বসতবাড়িতে বালু ফেলার জন্য ড্রেজার নিয়ে আসেন মো. নান্নু নামে এক ড্রেজার ব্যবসায়ী। বালু ফেলার জন্য পাইপ লাগানো হয়। গতকাল মঙ্গলবার বগা ইউনিয়ন বিএনপির সভাপতি দলবল নিয়ে এসে নান্নুর ড্রেজারের পাইপ খুলে ফেলেন ও ভাংচু চালায়।   এসময় ড্রেজারের শ্রমিকদের মারধর করার হুমকি। 

ড্রেজার শ্রমিক মো. নুরনবী বলেন, তাদের (বিএনপি সভাপতি) ড্রেজার দিয়ে বালু না ফেলায় আমাদের ড্রেজার চলবে না বলে আমাদের পাইপ খুলে ফেলে ও ভাংচুর চালায়। বাধা দিতে গেলে আমাদের মারধরের হুমকি দেয়। তারা অনেক লোক ছিল ভয়ে আমরা কিছু বলিনি।  

ড্রেজার মালিক মো. নান্নু বলেন, আমি বালু ব্যবসা করি। বগা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মৃধাও বালুর ব্যবসা করেন। তার ড্রেজার দিয়ে বালু না ফেলায় আমার ড্রেজার দিয়ে বালু ফেলায় আমাকে শ্রমিকদের হুমকি দেয়। ড্রেজার পাইপ ভাংচুর করে। যেহেতু আমিও বিএনপি করি। তাই বিষয়টি দলীয় ফোরামে জানিয়েছি। তবে দল কোনো ব্যবস্থা নেয়নি। 

এবিষয়ে জানতে চাইলে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মৃধা বলেন, এলাকা ভাগ করা হয়েছে। সে আমার এলাকায় এসে বালু ফেলছেন। তাই তার বালু ফেলা বন্ধ করে দিয়েছি।