টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর খাঁ পাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সৃজন্স ড্রেস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল দশটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক ও শ্রমিকদের সাথে কথা বলছে সেনাবাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শিল্প পুলিশ-২ এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ কয়েক দফা চেষ্টা করেও শ্রমিকদের সরাতে ব্যর্থ হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং গরম পানি ছিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ঈদের আগে অর্ধেক বেতন আর অর্ধেক বোনাস দিয়ে কারখানা ছুটি দেয়া হয়। ঈদের পরেই বাকি টাকা পরিশোধ করার কথা ছিলো। কিন্তু এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ গত ২০ এপ্রিল কিছু বোনাস পরিশোধ করলেও ২৮ এপ্রিলের মধ্যে পুরো বেতন দেওয়ার প্রতিশ্রুতি রাখেনি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার এই কারখানা শ্রমিকরা বকেয়া বেতন এর দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।