কর্মকর্তা নয় সেবকের ভূমিকায় থাকতে চাই ইউএনও রুমানা আফরোজ

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ২০:৪৯

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের যোগদানের পর থেকেই বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের কাছে আস্থা ভরশার স্থল হিসেবে ও একজন দ্বায়িত্ব বান মানবিক কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। 

বাকেরগঞ্জ উপজেলা ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত , নদী বেষ্টিত এ উপজেলায় প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ যোগদানের পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন পৌর সভা ও ইউনিয়ন পরিষদে প্রশাসকের দ্বায়িত্ব পালন করতে হচ্ছে সরকারি কর্মকর্তাদের। 

বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। একজন নারী কর্মকর্তা হয়েও সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সাথে কর্মকর্তাদের নিয়ে কাজ করতে দেখা যায় ইউএনও রুমানা আফরোজ কে। সাধারণ মানুষের নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। 

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন , পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা। পরিদর্শনকালে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি, এবং ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সমস্যা ও সমাধানকল্পে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। 

মতবিনিময় শেষে স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্য তিনি বলেন আমিও আপনাদের মতো রক্তে মাংসে মানুষ, আপনাদের সেবায় আমাকে নিয়োজিত করেছেন সরকার। আপনাদের যেকোনো সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদে আপদে সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো, তিনি আরো বলেন আমি শুধু কর্মকর্তা নয় আপনাদের সকলের সেবকের ভূমিকায় কাজ করতে চাই। সকলে দোয়া করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।