রাজিবপুরে ৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ২১:৫২

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে -মঙ্গল বার(২৯ এপ্রিল )রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা্র কোদালকাটি ইউনিয়নের রোহিঙ্গা পাড়া নামক স্থান থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তাদের।
এরা হচ্ছেন পাশ্ববর্তী রৌমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা নামাপাড়াএলাকার আব্দুল আজিজের ছেলে আনিছুর রহমান (৩৭) ও চর লালকুড়া এলাকার মৃত আসমত আলীর ছেলে নুরুন্নবী (৩০)।
রাজিবপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন -তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।