গাজীপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ২৩:১৯

গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইসমাইল পালোয়ান (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল পালোয়ান ওই এলাকার মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। তিনি বিভিন্ন ভেষজ ও হারবাল ওষুধ বিক্রি করতেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—একই এলাকার মৃত রুশন আলীর ছেলে তোফাজ্জল পালোয়ান (৫৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৪৫) ও পরিবারের সদস্যরা এবং নবিন হোসেনের ছেলে সুফল পালোয়ান (৩৬)।

নিহতের বোন তাসলিমা বেগম ও স্থানীয়রা জানান, ইসমাইল ও তোফাজ্জল পালোয়ান চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। 

বুধবার সকালে ইসমাইল পালোয়ান ওই জমিতে ধান কাটতে গেলে তোফাজ্জল ও তার সহযোগীরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় অভিযুক্তরা ইসমাইলকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। 

একপর্যায়ে তোফাজ্জল পালোয়ান তার হাতে থাকা হাতুড়ি দিয়ে ইসমাইলকে বেধড়ক মারধর করেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম বলেন, “দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে একজন নিহত হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।”