গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশ | ০১ মে ২০২৫, ১২:৪০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

 ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  এন.এম. আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর  রহমান  , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নূরে আলম ভূইয়া প্রমুখ ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,  শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।