দাগনভূঞায় ৫ জনের কারাদন্ড

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৩:২৭

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীর দাগনভূঞা উপজেলা ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাজাপুর ইউনিয়নের ভবানীপুর ও কোরেশমুন্সী নামক স্থানে অভিযান পরিচালনায় অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। 

অভিযুক্তদের ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর ৪ জনের প্রত্যেকেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রতিজনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। (১ মে) বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কর্তনকারী এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।