রূপসায় ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নে র্যালী ও আলোচনা সভা
প্রকাশ | ০১ মে ২০২৫, ১৫:৩৫ | আপডেট: ০১ মে ২০২৫, ২০:৫৫

মহান মে দিবস উপলক্ষে রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
র্যালীটি গত ১ মে সকাল ৮টায় পুরাতন রেলস্টেশনাস্থ কার্যালয়ের সামনে হতে রূপসার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
এরপর রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বায়েজিদ হোসেন মেহেদী ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রসুল মোল্লা।
এ সময় বক্তৃতা করেন শ্রমিক নেতা মোঃ মানিক শরীফ, রূপসা থানায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আল মামুন, কোষাধক্ষ্য হাসিব মোল্লা, সদস্য বেলায়েত হোসেন, আলামিন খাঁ, মোঃ শামীম সেখ, লাল মিয়া শেখ, মোঃ শরিফুল, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ আখতার, মোঃ রানা প্রমুখ।