আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা হত্যার প্রতিবাদে বাজিতপুরে বিক্ষোভ
প্রকাশ | ০১ মে ২০২৫, ১৫:৪৭

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরে বাশমহলে আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় আহলে সুন্নাওয়াতুল জামাতের যুব পরিষদের উদ্দ্যোগে ঢাকা মহানগরের আহলে সুন্নাওয়াতুল জামাতের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা রইছ উদ্দিন কে হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন। এ সময় বক্তব্য রাখেন পীর হযরত সৈয়দ মহসিন ভান্ডারী, সৈয়দ হাবিবুর রহমান, বাজিতপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, যুব পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক উজ্জল,
পৌর যুব কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন, যুব পরিষদের সদস্য ও সমন্বয়ক মোঃ রহমত উল্লাহ প্রমুখ।