বাজিতপুরে খাল দখলের প্রতিবাদে মানবন্ধন

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৫:৫২

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার প্রশাসনের লোকজন পৌর যুব দলের সাবেক সভাপতি আব্দুল মালেক ভূইয়া উরুফে মঞ্জু, মিছির মিয়ার বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় পৈলনপুর আঞ্চলিক সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী বলেন, উপজেলা প্রশাসন প্রকৃত ১৮ জন মালিকের জমির উপর দিয়ে খাল খনন কর্মসূচি করার জন্য পায়তারা চালিয়ে আসছে। প্রকৃতপক্ষে, বাজিতপুর, পিউরীর বন্দ, কৈলাগ বন্দ থেকে শুরু করে ঘোড়াউত্রা নদী পর্যন্ত ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে (জাইকা) মাধ্যমে খাল খনন করার জন্য পরিকল্পনা করছেন। 

মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী আরো জানায়, সরকারি ভাবে ১নং খাস ভূমি বা যেখান দিয়ে একশত বছর থেকে দুইশত বছর নদী বা খাল ছিল সেটাকে সরকারি কর্মকর্তারা না করে এলাকার ধানী জমির মালিকদের জমির উপর দিয়ে খাল বা নালা করছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এছাড়া এ খাল কাটা প্রতিবাদ করলে প্রশাসনের লোকজন গত ২৬ এপ্রিল পৌর যুব দলের সাবেক সভাপতি আব্দুল মালেক ভূইয়া উরুফে মঞ্জু ও মিছির মিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। 

বিক্ষোব্ধ এলাকাবাসী মানববন্ধনে বলেন, সরকারি ভাবে যে নালা কাটা হচ্ছে সেটা এলাকাবাসীর প্রকৃত জমি এবং এলাকার কৃষকদের ক্ষতি সাধন হবে বলে জানা যায়। তারা আরো বলেন, সরকারি লোকজন স্থানীয় প্রশাসন জাইকার মাধ্যমে শত বছরের জায়গা দিয়ে খাল খনন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার প্রশাসনের উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছেন। এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম কে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।