৫৬ তম জন্মদিনে দোয়া চেয়েছেন বিএনপি নেতা সেলিম
প্রকাশ | ০১ মে ২০২৫, ১৫:৫৭

বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের জন্মদিনে মুকসুদপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ,গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনপ্রিয় নেতা ও জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তার ৫৬ তম জন্মদিন উপলক্ষে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন , এদিকে তার জন্মদিন উপলক্ষে মুকসুদপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।