রাজস্থলী উপজেলা প্রশাসনের মহান মে দিবস পালিত

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৬:০৭

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাঙ্গামাটি রাজস্থলীতে  যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে । আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি মো.আজগর আলী খান, উপজেলা ভ্যাটনারী সার্জেন মো, নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু,

রাজস্থলী উপজেলা বি এনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ,থানা এস আই মো, হাফিজ,  আনসার ভিডিপি কর্মকর্তা,মোস্তাফিজুর রহমান  সহ এলাকার গণ্যমান্যগণ এই অনুষ্ঠানে বক্তব্য দেন। শ্রমিকদের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে সবাই কে সোচ্চার হওয়ার জন্য নির্বাহী অফিসার  আহ্বান জানান।