ডুমুরিয়ায় মে দিবসে নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালী ও সভা

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৬:৫৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

খুলনার ডুমুরিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় ডুমুরিয়া বারোআনি বাজারের নতুন চান্নিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ। 

নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যদেন, সমাজসেবক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, শাহজাহান জমাদ্দার, শফিকুল ইসলাম খান, মোল্যা মশিউর রহমান, শ্রমিক নেতা আবু তালেব, মাহাবুর রহমান, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, জাহিদুর রহমান, শাম্মি মোল্যা, শাহানাজ হোসেন, মফিজুর রহমান প্রমুখ। সভা শেষে একটি র‍্যালী বাজারের প্রধান প্রধান সড়কে  প্রদক্ষিণ করে। সবশেষে তোবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন পহেলা মে। এই দিনে শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়।