গাজীপুরে মে দিবস পালন

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৭:০২

গাজীপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুরে মহান মে দিবস পালিত হয়েছে।

সকালে  জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ,শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন কার্য়ালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোতাছেম বিল্যাহের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক নাফিসা আরেফীন,  কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের উপ পরিদর্শক মহর আলী মোল্লা। 

এছাড়া দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০১ মে) সকাল ৯ টায় গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজের নিচে গাজীপুরের ২০টিরও অধিক পোষাক কারখানা, রিকশা চালক, হকারসহ বিভিন্ন ট্রেডের শ্রমিকদের যৌথ উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখযোগ্য কারখানাগুলোর মধ্যে টিএনজে এপারেলসড, এপারেল প্লাস ইকো, এপেক্স ল্যাঞ্চারি, ইকো টেক, এপারেল প্লাস, টার্গেট ফ্যাশন, বিকেএল, বিসিএল, এপারেল আর্ট, শফি টেক্সটাইল, নেটওয়ার্ক লিমিটেড, টার্গেট ফ্যাশন, ইকো ফেব, কেয়া গার্মেন্টস, মন্ডল গার্মেন্টস, ইন্টারলুপ, টেক্সি, ফুয়াং, আলিফ, হামিম গার্মেন্টসসহ বিভিন্ন ট্রেডের শ্রমিকরা অংশগ্রহণ করেছেন।

বকেয়া বেতন, শ্রমিক ছাটাই, অমানবিক কর্মপরিবেশ ও অব্যাহত নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।
মে দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করছে।