নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত
প্রকাশ | ০১ মে ২০২৫, ১৭:৪৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর শাখা শ্রমিককল্যাণ ফেডারেশনের আয়োজনে "শ্রমিক - মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় নাচোল ডাকবাংলো চত্বর থেকে বিভিন্ন ট্রেডের শ্রমিকদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলোয় এসে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক ইয়াকুব আলী। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাসান আলী, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক ও সেক্রেটারি মাহিদুর রহমান, পৌর ফেডারেশনের সভাপতি রায়হান আলী ও সেক্রেটারি নাসির উদ্দিন।
প্রধান অতিথি বলেন, বিশ্বের মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এরপর থেকে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ৮ ঘন্টায়। তখন থেকেই সারা বিশ্বে "মে দিবস" হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশে এবার ভিন্ন প্রেক্ষাপটে মহান মে দিবস ও পাশাপাশি সেইফটি দিবস পালন করা হচ্ছে।
শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, ‘শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এ দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে।