কলাপাড়ায় জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত নারীর লাশ

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৮:১৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রতীকি ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে ভেসে এসেছে মধ্য বয়সী এক মহিলার মরদেহ। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের বিশকানি বুড়ো জালিয়ার ঘাটে লাশটি ভেসে আসে।

মরদেহটি ভেসে আসার খবরে শত শত মানুষ ভীর করছে ওই এলাকায়। মরদেহটির উপরের অংশে ব্লু রংয়ের একটি ব্লাউজ পরিধান করা অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

তাদের ধারনা, লালুয়া সাগর মোহনা থেকে মরদেহটি হয়তো ভেসে এসেছে।

লালুয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের দফাদার মো.বাসার গাজী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তারা খবর পেয়েছেন। নৌপুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন তিনি।

পায়রা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.কাওসার হোসেন জানান, ঘটনাটি সাড়ে চার দিকে শুনেছি। মরদেহটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।