গাইবান্ধায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৮:৪৭

গাইবান্ধা প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মোঃ নুরুন্নবী প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা সদর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ নুরুল ইসলাম মন্ডল, উপদেষ্টা ফেরদৌস আলম ফিরোজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ গোলাম মোস্তাফা, উপদেষ্টা মাওলানা মোঃ জহুরুল হক সরকার, উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর ও গাইবান্ধা সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল করিম। 

বক্তাগণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে একতাবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহŸান জানান।