উখিয়ায় মহান মে দিবসের শ্রমিকদলের বর্ণাঢ্য র্যালি
প্রকাশ | ০১ মে ২০২৫, ১৮:৫৬

কক্সবাজারে উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উখিয়া উপজেলা শাখা উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) উখিয়া সদর স্টেশনে সকাল ১১ টায় বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।
সভায় উখিয়া শ্রমিকদলের সভাপতি আবদুল মালেক মানিক সভাপতিত্ব করেন। এ সময় উখিয়া শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের প্রতিটি উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। তাই তাদের অধিকার ও নায্য মজুরি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলে প্রতি আহ্বান জানিয়েছেন।