নেত্রকোনায় মহান মে দিবস পালিত
প্রকাশ | ০১ মে ২০২৫, ১৯:১৪

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের মোক্তারপাড়া মাঠ হতে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার উদ্ধোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
শোভাযাত্রায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা বিএনপির আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু,
জেলা বিএনপির সদস্য ফরিদ হোসেন ফকির, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন খান মিলকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্না, যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অনিক মাহাবুব চৌধুরীসহ সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।