ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশ | ০১ মে ২০২৫, ১৯:২৭

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রতীকি ছবি

সিলেটের ওসমানীনগরে  একই  রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। গতকাল বুধবার গভীর রা‌তে উপ‌জেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় ও  প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার মসজিদে ঘটনাটি ঘ‌টে।

এসময় বিদয়ালয়ের ২য় শ্রেনী কক্ষের  পিছনের জানালা ও গ্রীল ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ৩টি  সিলিং ফ্যান নিয়ে যায় চোরচক্র। যার বর্তমান বাজার মূল‌্য প্রায় ১২ হাজার টাকা। এবং  মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে  মাইকের একটি ১২ ভোল্টের ব্যাটারী ও  দান বাক্স চুরি করে নিয়ে যায় চক্রটি । ব্যাটারীর বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা হবে।

প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী জয়নাল মিয়া বলেন, রাত ৩ টার  দি‌কে শ্রেনী কক্ষের  জানালা ভাঙ্গার শব্দ শুনে রুম থেকে  বাহির হয়ে গিয়ে দেখি কারা যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে। অন্ধকারের জন্য কাউকে চিনতে পারি নি। শ্রেনী কক্ষে ঢুকে দেখি জানালা কাটা আর ৩ টি সিলিং ফ্যান নেই। পরে সকাল ৭ টায় আমি প্রধান শিক্ষককে জানিয়েছি বিষয়টি ।

এ‌দি‌কে, খবর পে‌য়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অব‌হিতকরণ পূর্বক নির্দেশনা মোতা‌বেক বা‌দী হ‌য়ে বৃহস্পতিবার (১ মে) দুপুরে ওসমানীনগর  থানায় সাধারণ ডায়‌রি ক‌রেছেন বলে জা‌নি‌য়ে‌ছেন স্কু‌লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দেব।

তিনি  বলেন, চুরির খবর শুনে বিদ্যালয় এডহক কমিটির ভূমি দাতা সদস্য এমদাদুর রহমান খানকে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি। 

প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ হোসাইন মাহবুব বলেন,  গতকাল রাতে মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে মসজিদে প্রবেশ করে মাইকের ব্যাটারী ও দান বাক্স নিয়ে গেছে চোরেরা। ব্যাটারী দাম আনুমানিক ১৫ হাজার টাকা হবে আর দান বাক্সে কত টাকা ছিল বলতে পারবো না।

ওসমানীনগর থানা অ‌ফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগ একটি পেয়ছি তদন্ত করে বিষয়টি আমরা দেখতেছি।