বিশ্বমানের গবেষণাগার ও টেকসই উন্নয়নের মাধ্যমে ডুয়েট হবে উদ্ভাবনমুখী: ডুয়েট উপাচার্য

প্রকাশ | ০১ মে ২০২৫, ২১:৩১

গাজীপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে হলে প্রয়োজন মানসম্পন্ন ও শিক্ষানুরাগী শিক্ষক, আধুনিক শ্রেণিকক্ষ, উন্নত গবেষণা অবকাঠামো এবং টেকসই আবাসন সুবিধা। বৈশ্বিক বাজারে কর্মসংস্থানের উপযোগী করে মানবসম্পদ তৈরি ও  বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনমুখী পরিবেশ তৈরির লক্ষ্যে উন্নত প্রযুক্তিনির্ভর গবেষণাগার গড়ে তুলতে হবে। কেননা, বিশ্বমানের গবেষণাগার ও টেকসই উন্নয়নের মাধ্যমে ডুয়েট হবে উদ্ভাবনমুখী।'

বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম ডুয়েট পরিদর্শনকালে আয়োজিত এক সভায় উপাচার্য মহোদয় এসব কথা বলেন। সভায় ডুয়েটের 'গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন' শীর্ষক প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উপাচার্য মহোদয় বলেন, 'ডুয়েট দেশের টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গবেষণাগার ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ডুয়েটের সক্ষমতার উন্নয়ন জরুরি। আমরা আশা করছি, আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তিনির্ভর বিশ্বের নেতৃত্বে অংশ নিতে পারবে আমাদের শিক্ষার্থীরা।' তিনি আরও বলেন, 'প্রায় ৩৫০০ শিক্ষার্থীর জন্য গবেষণাগার আধুনিকায়ন, একাডেমিক ও ল্যাবরেটরি ভবন নির্মাণ, নতুন ১৬০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা এবং নিরাপত্তা ও আন্তঃক্যাম্পাস যোগাযোগের উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।' তিনি ডুয়েটের অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে শিক্ষা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত গবেষণা, প্রকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে প্রাণপ্রিয় ডুয়েট ও দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার প্রতি গুরুত্ত্বারোপ করেন। এ সময় তিনি মহান মে দিবস উপলক্ষ্যে সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

সভায় উপ—উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, 'এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও স্থাপনায় সমৃদ্ধ হয়ে ডুয়েট হয়ে উঠবে একটি আদর্শ গবেষণার সুতিকাগার।'

অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম ডুয়েটের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন পরিকল্পনা এবং প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নের জন্য সঠিক সময়সীমা বিশ্লেষণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা, পাবলিক প্রকিউরমেন্ট রুলস ও রেগুলেশনস অনুযায়ী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধন ও তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রজেক্ট বাস্তবায়নে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকল্প বাস্তবায়ন ও বাজেটসহ অন্যান্য বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ল্যাব, হল ও অন্যান্য অবকাঠামো পরিদর্শন করেন।

সভায় পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিস প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প বিষয়ক একটি স্লাইড প্রেজেন্টেশন করে। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব), প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।