আড়াইহাজারে কৃষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশ | ০২ মে ২০২৫, ১৪:৩৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়  আবারো এক কৃষকের বাড়ীতে দুর্ধর্ষ  ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা কান্দাপাড়া  গ্রামে  এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে  নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। 

বাড়ির মালিক  আ: হেকিম মিয়া  জানান, রাত আনুমানিক ৩টার দিকে ১৫/২০  জনের মুখোশ পরিহিত ডাকাতদল আমার বাড়ীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে  অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্ম করে নগদ ২৪ হাজার টাকা, ১ ভরি স্বণাংলংকার,২টি মোবাইল ফোন ও ১টি চার্জ লাইট ছিনিয়ে  নেয়। 

প্রায় ৩০ মিনিট ডাকাতি শেষে ডাকাতদল চলে যায়।  আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, বিষয়টি  আমি শুনি নাই। খবর নিয়ে ব্যবস্থ্ ানেওয়া হবে। এর আগে ২৭ এপ্রিল ওই গ্রামে ৩ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।