মুন্সীগঞ্জে দিনমজুরকে কুপিয়ে হত্যা
প্রকাশ | ০২ মে ২০২৫, ১৫:০১

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়রের মাকহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সানা মাঝি (৪৩) মধ্য মাকহাটি এলাকার মোহাম্মদ মাঝির ছেলে।
পুলিশ জানান, বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ৩ টার দিকে মাকহাটি এলাকার সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করেন। এসময় লাশের কাছ থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে নিহতের স্ত্রী ফাতেমা বেগম দাবি করেন, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে গতকাল বিকাল ৩টায় বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয় সানা মাঝিকে। পরে রাত ১১ টার দিকে সড়কে মরদেহ পরে থাকার খবর পান তারা। স্থানীয় বাবু মাঝি এ ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে একটি পোষ্টও করেছের বলে জানান নিহতের স্বজনরা।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম জানান, রাত ৩টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে মরদেহ নিয়ে আসা হয়। এসময় তার শরীরে ছিলো একাধিক ক্ষতচিহ্ন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।