নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে দুমকিতে বিক্ষোভ
প্রকাশ | ০২ মে ২০২৫, ১৮:৪৭

পটুয়াখালীর দুমকিতে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে ওলামা মশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২ মে) বাদ জুমা দুমকি পীরতলা বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নতুন বাজার এলাকায় প্রেসক্লাব চত্বরে শেষ হয়ে। বিক্ষোভ মিছিল শেষে হাফেজ মাও. মো. বাকিবিল্লাহ'র সঞ্চালনায় প্রেসক্লাব দুমকির চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পীরতলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিবু মাও. সাইফুল্লাহ বিন নাসির, মাও আবুল খায়ের, হাফেজ মাও. হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা "নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানের বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ বহাল,ফ্যাসিবাদের আমলে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাসহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি তোলেন।
এ সময় মানববন্ধনে প্রস্তাবনা পাঠ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল বাসার।
উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে সর্বস্তরের প্রায় সহস্রধীক তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।