শ্রীপুরে ছুরিকাঘাতে আহত ৩

প্রকাশ | ০২ মে ২০২৫, ১৯:০৯ | আপডেট: ০২ মে ২০২৫, ১৯:৪০

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
শ্রীপুর পৌর (গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে বোরো ধানের আঁটি আইলে রাখা নিয়ে দুই কৃষকের মধ্যে হাতাহাতির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ আহত হয়েছেন ৩জন। এতে গুরুতর আহত নাজমুল নামের একজনের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।  

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীর সীট গ্রামের গুজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে এদিন দুপুরে ধানের আঁটি আইলে রাখা নিয়ে কৃষক মুছলেম ও ফারুকের মধ্যে প্রথমে কথাকাটাকাটির একপর্যায়ে  হাতাহাতি হয়।

আহতরা হলেন, যোগীর সীট গ্রামের মৃত রুসমত আলীর ছেলে কৃষক মুছলেম উদ্দিন (৬০), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫) এবং ছেলে নাজমুল আহসান (৩৩)।

আহতদের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়," বৃহস্পতিবার সকাল থেকেই ওই গ্রামের গুজারমোড় এলাকার একটি ক্ষেতে ধান কাটছিলেম মুছলেম। দুপুরের দিকে কাটা ধান আইলে রাখার পর মুছলেম ও ফারুকের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মুছলেম ফারুককে চড় মারলে ফারুকের ভাতিজা আল আমিন এসে মুছলেমকে ঘুষি মারেন। বিকেলের দিকে স্থানীয়রা বিষয়টি সামাল দেন। কিন্তু এরই জের ধরে রাত ৯টার দিকে আল আমিন তার চাচাতো ভাই রাকিবকে নিয়ে আবার মুছলেম ও তার ছেলে নাজমুল আহসানকে ছুরিকাঘাত করেন। এতে নাজমুলের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসমা উল হোসনা বলেন,' আহত ৩জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বেশী খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন,' খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।'