লৌহজংয়ে বিএনপি নেতা শাজাহান খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন

প্রকাশ | ০২ মে ২০২৫, ১৯:২৪

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা  লংমার্চ সমবায় সমিতির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম আলহাজ্ব মোঃ শাজাহান খান স্মৃতি গোল্ড কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২ মে) বিকেলে লৌহজং উপজেলা মাঠে গড বেলেজিং কনকসার বনাম দেওয়ান কান্দি ঐক্যসংঘের খেলার মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাইনুল ইসলাম ভূইয়া ও  আলহাজ্ব মোঃ ইয়াসিন শেখ, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোঃ মিথুন চৌধুরী। লংমার্চ সমবায় সমিতির উপদেষ্টা মোঃ আল আমিন বেগের সভাপতিত্বে এবং লংমার্চ সমবায় সমিতির সদস্য মোঃ জহির ইসলাম৷ সঞ্চালনা এই সময় আরো উপস্থিত ছিলেন লংমার্চ সমবায় সমিতির সভাপতি আল মামুন সাথী মোল্লা সাধারণ সম্পাদক এডভোকেট নাহিদ ভূইয়া সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী।