আনোয়ারায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশ | ০২ মে ২০২৫, ১৯:৩০

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের  আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১লা মে) রাতে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে পুলিশ তাকে  কোর্টে   নিলে  জেলহাজতে  প্রেরণ করা হয়।

তাকে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে আটক করেছে বলে জানিয়েছেন আনোয়ারা থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, রায়পুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে  বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আদলতে প্রেরণ করা হয়।