মা হলেন মানসিক ভারসম্যহীন নারী, বাবা হয়নি কেউ

প্রকাশ | ০২ মে ২০২৫, ২০:৩৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সিলেটের বিশ্বনাথে এক মানসিক ভারসাম্যহীন নারীর সদ্য জন্ম নেওয়া কন্যাসন্তানের দায়িত্ব নেবে কে? স্থান হয়নি হাসপাতালেও। কারণ মা অসুস্থ এবং হাসপাতালে দেখাশুনার মানুষ নেই। আজ তিনদিন অতিবাহিত হলেও পাওয়া যাচ্ছে না তার সঠিক কোন গন্তব্যস্থান। তবে শিশুটিকে জন্মের পর পাশের ঘরের অন্য এক দুধ মায়ে কাছে অঙ্গিকারনামার মাধ্যমে রাখা হয়েছে। অবশ্য নবজাতক শিশুটিকে দত্তক দিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এমন মানবিক স্ট্যাটাস দেখে কয়েকটি নিঃসন্তান পরিবার নবজাতক শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন।  

উপজেলা সমাজসেবা অফিস জানায়, ভারসাম্যহীন এক নারী কন্যাসন্তান প্রসব করেছেন। থানা পুলিশ বিষয়টি তাদেরকে জানালে সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় মা ও নবজাতক শিশুকন্যাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এই শিশুটিকে দত্তক নিতে ১টি পরিবার লিখিত ও আরো ২/৩টি পরিবার মোখিকভাবে বলেছিলো তারাও লিখিত দিবেন। বর্তমানে মা ও নবজাতক শিশুটি উপজেলা টিএন্ডটি রোডে কমরুন নেছা নামের এক দুধ মায়ের কাছে অঙ্গিকারনামার মাধ্যমে রাখা হয়েছে। কিন্তু এখনও সঠিকভাবে কেউ আবেদন জমা দেননি। দিলে যাচাইবাছাই করে একটি পরিবার কাছে শিশুটিকে তুলে দেওয়া হবে।

দত্তক নিতে আগ্রহী কমরুন বেগম বলেন, ডায়াবেটিকস রোগের কারণে প্রতিনিদিন সকালে হাটতে বের হন। একপর্যায়ে যাত্রীছাউনীর সামনে আসলে এক পিকআপের চালক তাকে জানান, পাগলী মহিলা বাচ্চা প্রসব করেছে। মুহুর্তেই মা ও শিশুটিকে উদ্ধার করতে ছাউনীর ভিতরে যান। পাশাপাশি বিষয়টি থানা পুলিশকেও জানান। তবে কমরুন বেগমের মেয়ে রুমেনা বেগম ও জামাতা মনির হোসেন ওই সন্তানকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বতর্মানে তারা তাদের আত্মীয় এক নারীর দুধ মায়ের কাছে রেখে ওই কন্যাসন্তানের দেখাশোনা করছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম যায়যায়দিনকে জানান, শিশুটির মা অসুস্থ। হাসপাতালে রাখার এবং দেখাশুনার লোক না থাকায় নবজাতক শিশুটিকে পাশের ঘরে অন্য এক মায়ের দুধ থাকার কারণে তার কাছে একটি অঙ্গিকারের মাধ্যমে রাখা হয়েছে। তবে আগামী রোববার শিশু কল্যাণ বোর্ডের সভায় এই বাচ্চার গন্তব্যের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। 

তিনি বলেন, যেখানে সর্বোত্তম স্বার্থ রক্ষা হবে সেখানে শিশুটিকে রাখা হবে। আর যদি ভালো মানুষ না পাই তাহলে আমাদের প্রতিষ্ঠান ছোটমণি নিবাস’এ শিশুটিকে রাখা হবে।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলা সদরে বেশ কছিুদনি থেকে ওই ভারসাম্যহীন নারী পথে পথে দিন যাপন করতে দেখা যায়। গত বৃহস্পতিবার সকালে ওই ভারসাম্যহীন নারী একটি কন্যাসন্তান জন্ম দেন।