মির্জাগঞ্জে জামায়াতের ইউনিয়ন অফিস উদ্বোধন

প্রকাশ | ০২ মে ২০২৫, ২০:৫৯

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১মে জাতীয় শ্রমিক দিবস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার দেউলী বাজারে অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আমীর এ্যাড. মোঃ নাজমুল আহসান। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ আবু তালেব খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পটুয়াখালী জেলার সভাপতি মোঃ সাইদুর রহমান খান,জেলা মজলিশ সূরা সদস্য ও মির্জাগঞ্জ উপজেলা আমীর মাওঃ সিরাজুল হক,

উপজেলা সেক্রেটারী মাওঃ মোঃ শাহজাহান,বাংলা একাডেমীর সদস্য কবি জাহিদ আল রাজী ও ঢাকা জেলা আইনজীবি ফোরামের সেক্রেটারী এড্যা. আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা।