পাহাড়ে দোলছে ‘কালো পঙ্গপাল’
প্রকাশ | ০২ মে ২০২৫, ২১:৫০

গ্রীষ্মকালে পাহাড়ের পরতে পরতে দোল খাচ্ছে কৃষ্ণচূড়া, সোনালু, লাল সোনাইল, জারুলসহ বিভিন্ন প্রজাতির ফুল। এরি মাঝে সৌন্দর্যের পেখম মেলেছে অচেনা এক ফুল কালো পঙ্গপাল। বসন্তের শেষে প্রকৃতির শূন্যতা পূরণ করে, রঙ ছড়ানো এ সকল বুনো ফুল।
বিভিন্ন প্রজাতির চেনা ফুলের মাঝে গ্রীষ্মের এসময়ে পাহাড়ে সৌন্দর্যের পেখম মেলেছে অচেনা এক ফুল। পথের ধারে পাহাড়ের ঢালে ফুটে থাকলেও অত্যান্ত সুন্দর এ ফুলটি অবহেলিত। কৃষ্ণচূড়া, সোনালু বা জারুলের মতো পরিচিত না থাকায় অনেকটা অবহেলায় ঝরে যায়। তবে প্রকৃতিতে স্বমহিমায় উজ্জ্বল কালো পঙ্গপাল। নিজের সৌন্দর্যে মুগ্ধ করেছে ফুলপ্রেমীদের। ফুলের কাছে যেতেই থমকে দাঁড়াবে নিসর্গপ্রেমীরা। বৃষ্টির পর এই ফুলে সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। ফুলের গায়ে লেগে থাকা বৃষ্টির ফোঁটা ফুলটিকে আরও অনন্য করে তোলে।
ফুল হয়েও নাম কালো পঙ্গপাল। ফুলের নাম কেন পঙ্গপাল? মূলত ইংরেজি নামটি বাংলায় তর্জমা করায় ব্ল্যাক লোকাস্ট হয়ে গেছে কালো পঙ্গপাল।
ফুলটি আগে দেখলেও তেমন খেয়াল করা হয়নি। ফুলটি প্রথম নজরে আনেন খাগড়াছড়ির শৌখিন আলোকচিত্রী সাথোয়াই মারমা। তাঁর দেওয়া তথ্য মতে খাগড়াছড়ি আলুটিলা সড়কের বাঁকে বিশাল এক কালো পঙ্গপালের বৃক্ষের দেখা যায়। পুরো গাছের শাখাপ্রশাখা ফুলে ফুলে ভরে উঠেছে। শেষ বিকেলের হলুদ আলোয় সফেদ পঙ্গপাল সোনালি আভার রঙ ধারণ করেছে। ফুলের ভাজে ভাজে সবুজ পাতা।
খাগড়াছড়ির আলুটিলা ছাড়াও মাইসছড়ি, ব্যাঙমারাসহ বেশ কিছু জায়গায় কালো পঙ্গপাল ফুটে আছে। বৃষ্টির পর কালো পঙ্গপাল আরও বেশি স্নিগ্ধ হয়ে ওঠে। ফুলের সৌরভ মাখা বাতাস আশপাশের ছড়িয়ে যায়। কালো পঙ্গপাল উচ্চতায় বেশ বড় হয়।
আলুটিলা সড়কের পাশে যে গাছটি দেখেছি সেটি উচ্চতায় প্রায় ৫০ থেকে ৬০ ফুট। কালো পঙ্গপাল আমাদের দেশে প্রচুর হলেও এদের আদিনিবাস উত্তর আমেরিকায়। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে কালো পঙ্গপালের বিস্তৃতি বেশি। কালো পঙ্গপালের গড় উচ্চতা ৪০ থেকে ১০০ ফুট। এদের প্রশস্ততা ৫ ফুট পর্যন্ত হয়। পাতাঝরা উদ্ভিদ। বছরের একটি নিদিষ্ট সময়ে গাছের পাতা ঝরে যায়।
গাছের ছাল অনেকটা গামারি’র মতো। সাধারণত মে থেকে জুনে ফুল ফোটার কথা থাকলেও এপ্রিলের মাঝামাঝি থেকে পঙ্গপাল ফুটতে শুরু করেছে। ফুলের ব্যাপ্তিকাল এক থেকে দুই সপ্তাহ। ফুলের সুতীব্র সুগন্ধযুক্ত। ফুলের রং সাদা। থোকায় থোকায় না ঝুলে গাছের শাখা ছড়িয়ে ফুলগুলো থাকে। সাধারণত যেখানে প্রচুর সূর্যের আলো পরে এবং মাটি শুষ্ক থাকে তেমন জায়গায় এদের জন্য উপযোগী।
খাগড়াছড়ির শৌখিন আলোকচিত্রী ও হিল অর্কিড সোসাইটির প্রতিষ্ঠাতা সাথোয়াই মারমা বলেন ,‘কালো পঙ্গপাল আমাদের নেটিভ ট্রি। গ্রীষ্মের এই সময়ে ফুল ফোটে। খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে আছে। এর সুবাস অসাধারণ।’
বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির সংগঠক সবুজ চাকমা বলেন, ‘পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য প্রায়ই গাছ কাটা হয়। অনেক সময় ফুলের গাছও কেটে ফেলা হয়। এ কারণে পাহাড়ি এলাকা থেকে অনেক বৃক্ষ হারিয়ে যাচ্ছে।