সকল ধর্মের মূল বাণী হল মানব কল্যাণ: বিএনপি নেতা হেলাল
প্রকাশ | ০২ মে ২০২৫, ২১:৫৫

কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে গুম, খুন, হামলা, মামলা, চাঁদাবাজি, লুটপাট চালিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে দেশে রাজত্ব কায়েম করেছিল, তা দেশের ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে সেই হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। হাসিনা হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মী রেখে পালিয়ে গিয়ে শুধু নিজে বেঁচে গেছেন, কর্মীদের কথা একবারও ভাবেননি।
তিনি বলেন, আবহমান বাঙালি সংস্কৃতিতে বিদ্যমান অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি একটি সুন্দর আগামী ও আধুনিক বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখবে।
সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই একই সূত্রে গাঁথা। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সবাই এক এবং অভিন্ন সত্তা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে।
গত বৃহস্পতিবার (১মে) রাতে রূপসা উপজেলার আইচগাতিগতি ইউনিয়নের অগ্রদূ ত মাঠে যুব সমাজ আয়োজিত তিন দিনব্যাপী হিজল ও গজল, হামদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আতাউর রহমান রনুর পরিচালনায় বিশেষ অতিথি বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু , জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আলী আজগর শেখ, আব্দুর রশিদ শেখ, আরিফুর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুল রহমান।
এ সময় বক্তৃতা ও উপস্থিত ছিলেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক শেখ, সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস , জাহিদুর রহমান, মোল্লা আলতাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,
স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান বিল্লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন সিকদার, যুগ্ম আহবায়ক শিহাবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুন্না সরদার, বিএনপি নেতা সৈয়দ কামরুজ্জামান নান্টু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি খান ওলিয়ার রহমান , আসাদুজ্জামান, মাসুদুর রহমান মনটা, ফেরদৌস আহমেদ, রেজাউল ইসলাম, রয়েল, নয়ন মোড়ল,
ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ, মাহমুদ হাসান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে ইসলামিক গান পরিবেশন করেন গাজী আনাস রওশন ।