আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেরপুরে এনসিপির বিক্ষোভ
প্রকাশ | ০২ মে ২০২৫, ২১:৫৬

আওয়ামী লীগকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত দাবি করে দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (২ মে ) বিকেল ৪টায় শেরপুর সরকারি কলেজের সামনে থেকে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির শেরপুর সদর উপজেলা প্রতিনিধি প্রকৌশলী লিখন মিয়া, মো. ফিরোজ, আরিফ সাফারি, এ্যাডভোকেট সাব্বির হাসান, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আলমগীর কবির মিঠুন, নকলা উপজেলা প্রতিনিধি শিমুল আহমেদ প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম।
ওইসময় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে। দলটির কার্যক্রম গণবিরোধী এবং এর রাজনৈতিক স্বীকৃতি বাতিল করা এখন সময়ের দাবি। সমাবেশে বক্তারা আরও দাবি করেন, অবিলম্বে একটি গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেরপুর জেলা এনসিপির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।