দুই কৃষককে ফেরত দেয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি

প্রকাশ | ০২ মে ২০২৫, ২৩:০০

যাযাদি ডেস্ক
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর কৃষকদের ছেড়ে দেওয়া হয়

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

এর বিনিময়ে ভারতীয় দুই কৃষককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 

আজ শুক্রবার (২ মে) রাতে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা হয় এবং রাত ৯টার পর দুই দেশের কৃষকদের হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯১ ব্যাটালিয়ন বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর/গ্রহণ করা হয়। 

জানা গেছে, ফেরত আসা বাংলাদেশি কৃষকরা হলেন- ধর্মজৈন সীমান্ত এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা হস্তান্তরের পর বাংলাদেশি ২ কৃষককে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। 

এর আগে  শুক্রবার (২ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত সংলগ্ন জমিতে কৃষিকাজে নিয়োজিত ছিলেন মাসুদ ও এনামুল নামে দুই বাংলাদেশি কৃষক। 

এ সময় ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি এলাকা থেকে তাদের জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ ঘটনা শুনে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। তারা পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় দুই নাগরিককে আটক করে ধরে আনে। 

তাদের কারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রাখে। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানান, বাংলাদেশের সেচ যন্ত্রে পানি পান করতে আসলে ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামের ২ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।