চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশ | ০৩ মে ২০২৫, ১১:৩৭

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাউদকান্দি উপজেলা শাখার, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে মহিচাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময় পেরিয়ে টাইব্রেকারে যায়। সেখানে ০৫-০৪ ব্যবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা জয় লাভ করে। 

নিজামুল আহসান পাপন মজুমদার এর সভাপতিত্বে, প্রধান আকর্ষণ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয় নাভিদ নওরোজ শাহ, উপজেলা এল ডিপির সভাপতি শামছুল হক মাস্টার, পুলিশ পরিদর্শক এস আই শামিম,চান্দিনা ল্যাব এইড হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস সরকার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার আহবায়ক আবুল কাশেম অভি, সদস্য সচিব আবু হানিফ, মুখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম, সিনিয়র মুখ্য সংগঠক মাহবুব ফয়সাল শাকিল, নির্বাহি কমিটির সদস্য গাজী আলাউদ্দিন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

যাযাদি/এস