তারাখোঁ ছড়া পুনঃসংস্কারের দাবি
ফটিকছড়িতে জলাবদ্ধতা নিরসনে প্রতিবাদ ও মানববন্ধন
প্রকাশ | ০৩ মে ২০২৫, ১৮:৪৩

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় জলাবদ্ধতা নিরসনের জন্য তারাখোঁ ছড়াটি পুনঃসংস্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গত শুক্রবার ৩ মে বিকালে ছড়াটির সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য মো. আব্দুল হাকিম, কুলগাঁও কলেজের অধ্যাপক মো. সেলিম উদ্দিন, রামগড় সরকারি স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটি ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহীন উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা মো. খোরশেদুল আলম, মো. এয়াকুব, আব্দুল মোতালেব প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীরা বলেন, ৮-১০ গ্রামের পানি প্রবাহিত হওয়ার পথ তারাখোঁ ছড়া। সরকারিভাবে এ ছড়াটি থাকলেও দখলদারত্বের কারণে জলাবদ্ধতা নিরসনের পথ বন্ধ হয়ে আছে। রাস্তার পাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তাটি ঝুঁকিতে রয়েছে। ইতিপূর্বেও এ রাস্তাটির কালভার্ট ধসে গিয়েছিল।
ইউএনও কে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১সালের ৯জুন তাঁরাখো গ্রামের বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার চুড়ান্ত রিপোর্ট এর ভিত্তিতে অবৈধ দখলদারকে উচ্ছেদের জন্য একটি চূড়ান্ত রিপোর্ট প্রদান করেন। বর্তমানে অবৈধ দখলদারগণ বি,এস ১নং খতিয়ানের সরকারী খাস চড়া জমি এখনো দখল করে রেখেছেন যে কারণে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। বি.এস ১ নং খতিয়ানের ৫৪০৯, ৫৪৪০, ৫৪৫৩, ৫৫৬৫, ৫৫৭৭, ৫৫৮২ দাগের ছড়াটি সংস্কার না করলে প্রায় ১০টি গ্রামের জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটবে।
এতে করে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যাঘাত ঘটার কারণে এলাকার বহু রাস্তাঘাট নষ্ট বা চলাচলে অকেজো হয়ে পড়েছে। ইতিমধ্যে এলাকাবাসীর আর্থিক অনুদানের মাধ্যমে ৩ টি রাস্তা মেরামত করা হয়। তাই জরুরী ভিত্তিতে সরজমিনে তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদার উচ্ছেদ করে ছড়াটি সংস্কার করা প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। সরেজমিনে গিয়ে সমস্যাটি সমাধান করার আশ্বাস দেন তিনি।