ধনবাড়ীতে পলাতক আসামী ছাত্রদল কর্মী গ্রেপ্তার
প্রকাশ | ০৩ মে ২০২৫, ১৯:২১

টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২রা মে) বিকেলে অভিযান চালিয়ে ধনবাড়ী পৌরসভার নলহরা নল্যা বাসস্ট্যান্ড থেকে পলাতক আসামী সোহান কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাতক আসামী ছাত্রদল কর্মী সোহান কে শনিবার (৩রা মে) টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত পলাতক আসামী সোহান (২১) ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বাজিতপুর গ্রামের আমিনুল ইসলাম হুলই’র ছেলে। ধনবাড়ী থানা এলাকাকে নিরাপদ ও আইনশৃংঙ্খলা রাক্ষার্থে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।