বেগমগঞ্জে অভিভাবক সমাবেশ
প্রকাশ | ০৩ মে ২০২৫, ১৯:২৫

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান-উন্নয়নের লক্ষে ছাত্র-ছাত্রী ,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক সমাবেশ হয়েছে।
শনিবার সকালে মদন মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ হয়।
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম হারুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের সচিব কামরুজ্জামান স্বপন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান,বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুুজুল হক আবেদ, জামাতে ইসলামীর নোয়াখালীর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল,চৌমুহনী শহর জামাতের আমির জসিম উদ্দিন,চৌমুহনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মহসিন আলম, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়নু কবির, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোখলেছুর রহমান ছুট্টি ,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকন সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিসহআরও অনেকে।
সমাবেশে বক্তরা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিগত সময়ে নষ্ট হওয়া শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে বেশ কিছু পরামর্শ প্রদান করেন ও নানা অনিয়মের সাথে জড়িত সাবেক প্রধান শিক্ষককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান উপস্থিত সকলে।