শহরের হৃদপিন্ড মাঠটিকে বিনোদন ও সুশীতল করতে চাই:জেলা প্রশাসক

প্রকাশ | ০৩ মে ২০২৫, ১৯:৫৮

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি: যায়যায়দিন

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, শহরের হৃদপিÐ হলো এই বড় মাঠ। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মানুষের আনাগোনা মুখোরিত হয়ে উঠে কিন্তু অনেক ঘাটতি রয়েছে মানুষকে বিনোদন দেয়ার জন্য। আমরা বিভিন্ন গাছ লাগিয়ে সুশীতল করতে চাই এই মাঠকে। এরফলে যেমন সৌন্দর্য বাড়বে তেমনি মানুষও উপকৃত হবে। 

নীলফামারীতে পৌর ফিটনেস সেন্টার ও মাঠের সৌন্দর্য বর্ধণ কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন। শনিবার বিকেলে (৩ মে) ফলোক উন্মোচন করে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি (জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এসোসিয়েশনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক এসএ প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন। 

নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, শারীরিক ব্যায়ামের চাহিদার কথা মাথায় রেখে মাঠের কোনে একটি ফিটনেস সেন্টার স্থাপনের উদ্যোগ নেই। এখানে পুরুষ মহিলা উভয়ই ব্যায়াম করতে পারবেন। মাঠের চারিদিকে ফলজ, বনজ, ঔষধী ও বিভিন্ন জাতের বৃক্ষরোপন করা ছাড়াও মাঠে ফোয়ারা স্থাপন এবং শহরকে নীল রংয়ে সাজিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে পৌরসভার।